ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চিরনিদ্রায় শায়িত হচ্ছেন রাইসি, চলছে শেষ বিদায় পর্ব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ২৩ মে ২০২৪

Ekushey Television Ltd.


আজ চিরনিদ্রায় শায়িত হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এখন দক্ষিণ খোরাসানে প্রিয় প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব ইরানের শহর বিরজান্ডে আনা হয় ইব্রাহিম রাইসিসহ অন্যদের মরদেহ। 

অসংখ্য মানুষ জড়ো হয় প্রিয় প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে। 

এরপর দক্ষিণ খোরাসানে শুরু হয় আরেক দফায় বিদায় পর্ব অনুষ্ঠান। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি শোক আর শ্রদ্ধায় চলছে তাকে বিদায় দেয়ার পর্ব। 

সবশেষে জন্মস্থান মাশহাদে জানাজা শেষে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে এই নেতাকে। 

বুধবার তেহরানে ৫০ দেশের ৬৮ জন উচ্চপদস্থ কর্মকর্তা রাইসির মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। এতে অংশ নেন কাতার, ইরাক, পাকিস্তান ও সিরিয়া, তুর্কমেনিস্তানের জাতীয় নেতাসহ বিশিষ্টজনেরা।

ওই দিন সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে রাইসির তৃতীয় জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। 

গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান উত্তর-পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে আজ বৃহস্পতিবার (২৩ মে) এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি